সুনামগঞ্জের শাল্লা উপজেলার চারটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দল পুনর্গঠনের অংশ হিসেবে উপজেলার আটিগাঁও, হবিবপুর, বাহাড়া ও শাল্লা ইউনিয়নে এসব কমিটি অনুমোদন দেয় শাল্লা উপজেলা বিএনপি।
শুক্রবার ১ আগস্ট উপজেলা আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ ও যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
আটিগাঁও ইউনিয়নে আহ্বায়ক করা হয়েছে মো. জুবেদ আহমেদকে, যুগ্ম আহ্বায়ক মো. আলাল মিয়া। কমিটির সদস্যরা হলেন মো. আব্দুস কালাম, মো. হফুর নুর, মনির উদ্দিন নাসির, মো. নসু মিয়া, মো. সুলতান হোসেন, মো. এনামুল হক, মো. জুসেব মিয়া, মো. আশরাফ উদ্দিন ও মো. আনোয়ার হোসেন।
হবিবপুর ইউনিয়নের আহ্বায়ক মো. আল আমিন, যুগ্ম আহ্বায়ক শৈলেন্দ্র কুমার দাস। কমিটির সদস্যরা হলেন মো. কন্টাই মিয়া, মাহমুদুল হাসান তালুকদার, নুরুল হক, মো. খেলু মিয়া, মো. হুসাইন আহমদ, মো. ফখরুল ইসলাম, জিশু প্রসাদ দাস, রাসেল চন্দ্র দাস ও আবদুল আজিজ তালুকদার।
বাহাড়া ইউনিয়নের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ হোসেন সাগর, যুগ্ম আহ্বায়ক বিজয় কান্তি সরকার। কমিটির অন্য সদস্যরা হলেন বাদশা মিয়া, আফরুল ইসলাম, হুমায়ুন আহমেদ, বজলুর রহমান, বীরেন্দ্র চন্দ্র দাস, সুপ্রজিত বৈষ্ণব, প্রবোধ সরকার, হোসেন মিয়া ও আবুল কালাম পন্ডিত।
শাল্লা ইউনিয়নে আহ্বায়ক করা হয়েছে মো. আবু সাইদকে, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা চৌধুরী। সদস্য হিসেবে রয়েছেন মো. আনু মিয়া, মো. আক্তার হোসেন, মো. মোতাহের হোসেন, মো. আব্দুল হাই, মো. ছায়াদুর রহমান, মোতাহের হোসেন, শফি মিয়া, মো. কাউছার মিয়া ও আব্দুল মান্নান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ইউনিয়ন কমিটি আগামী ১৬ আগস্টের মধ্যে সভা আহ্বান করে কমপক্ষে ১০০ জন সদস্যের উপস্থিতিতে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এতে ১ জন সভাপতি, ১ জন সহ-সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ১ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ১ জন সাংগঠনিক সম্পাদক মনোনীত করতে হবে। প্রয়োজন হলে উপজেলা আহ্বায়ক কমিটির পরামর্শ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 









