সুনামগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ সন্তানের মায়েদের সম্মান জানাতে এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোধা রানী রায়ের পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ে শহীদ হওয়া সন্তানদের মায়েদের স্মৃতিচারণ নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রটি দেখে মায়েরাসহ উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর অভিভাবক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মায়েরা তাদের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত সন্তানদের মায়েরা
কালনী ভিউ ডেস্কঃ 









