মালয়েশিয়া সফররত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. মাওলানা শোয়াইব আহমদ সাবেক মালয়েশিয়ান প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
৪ আগস্ট মালয়েশিয়ার পুত্রজায়ায় “Leadership Foundation”-এর কার্যালয়ে তাঁরা সাক্ষাতে মিলিত হন। ড. শোয়াইব আহমদ ও ড. মাহাথিরের মধ্যে এটি ছিল তৃতীয় সাক্ষাৎ। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে ইসলাম, নেতৃত্ব, শিক্ষা, মুসলিম উম্মাহর ভবিষ্যৎ ও জমিয়তের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে ড. শোয়াইব আহমদ বলেন, মাহাথির শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি মুসলিম বিশ্বের জন্য এক উজ্জ্বল আদর্শ। তাঁর চিন্তাভাবনা ও অভিজ্ঞতা আগামী প্রজন্মের জন্য অনন্য সম্পদ। তিনি আরও বলেন, আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে মাহাথির মোহাম্মদ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে নিপীড়িত মুসলমানদের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন।
বৈঠকে মাহাথিরও দক্ষিণ এশিয়ায় ইসলামী শিক্ষা ও নেতৃত্ব বিকাশে ড. শোয়াইব আহমদের অবদানের প্রশংসা করেন। উভয় নেতা মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
ড. শোয়াইব আরও বলেন, প্রায় শতবর্ষের কাছাকাছি বয়সেও মাহাথির মোহাম্মদের প্রজ্ঞা ও কর্মক্ষমতা অনুপ্রেরণাদায়ক। তাঁর জীবনযাপন অত্যন্ত সরল ও বিনয়ী।
তিনি মাহাথির মোহাম্মদের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক: 

















