চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থাণ শেষে শেখ হাসিনার সরকার পতনের আজ এক বছর পূর্ণ হয়েছে। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে গণঅভ্যুত্থান দিবস।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে মিছিল, আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
দিনভর দিরাই শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শহরের প্রধান সড়কগুলোতে মুখরিত হয়ে ওঠে নানা স্লোগানে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের প্রত্যয়ে।
দিবসটি উপলক্ষে সকালে দিরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিককর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গণঅভ্যুত্থান দিবসে অংশ নিয়ে প্রথমে বিজয় মিছিল বের করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলয়ের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আরেকটি মিছিল বের হয়, মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন চৌধুরী মাসুক, কবির মিয়া তালুকদার ও পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী।
অপরদিকে দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থকদের পক্ষ থেকেও পৃথকভাবে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাত্র জমিয়ত দিরাই শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল, খেলাফত মজলিস দিরাই উপজেলা শাখা উদ্যোগে বিজয় র্যালি, উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগেও আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
দিবসে খন্ড খন্ড মিছিল শহরকে মুখরিত করে তোলে।
নিজস্ব প্রতিবেদক: 









