ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য বিজয় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয় থেকে এই বিজয় মিছিল বের করা হয়।
মিছিলে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারও নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় মিছিলে নেতাকর্মীদের ঢল নামে।
অনেকেই ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন, যেখানে ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান লেখা ছিল। দলীয় কর্মীদের মুখেও ছিল একাধিক রাজনৈতিক দাবি ও প্রতিবাদসূচক স্লোগান।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল হক নুরুলকে মনোনয়ন দেওয়ার দাবিতে স্লোগান দিতে শোনা যায় অনেক নেতাকর্মীকে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বক পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানেই অনুষ্ঠিত হয় মূল আলোচনা পর্ব। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান বলেন, গণঅভ্যুত্থান দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যাঁদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্রের স্বাদ পেয়েছি, তাদের আত্মত্যাগ যেন ব্যর্থ না হয়, সে লক্ষ্যে আমাদের আন্দোলন চলবে।
জেলা আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। ভোটের অধিকার প্রতিষ্ঠা, জনগণের সরকার গঠন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের লক্ষ্য। সুনামগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, তিনি বিএনপি ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কালনী ভিউ ডেস্কঃ 









