সুনামগঞ্জের দিরাই সার্কেল অফিসে কর্মরত এক পুলিশ কর্মকর্তার আকস্মিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল কাদের।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে পথে অবস্থার অবনতি ঘটলে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আব্দুল কাদেরের মৃত্যুতে দিরাই থানা পুলিশ পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এক শোকবার্তায় পুলিশ পরিদর্শক আব্দুল কাদের-এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নিজস্ব প্রতিবেদক: 









