লন্ডন ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে গৃহবধূ সোমা হত্যার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের দিরাইয়ে গৃহবধূ সোমা আক্তার হত্যার প্রতিবাদে ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও স্থানীয় জনসাধারণ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পৌর সদরের থানা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত সোমার ভগ্নিপতি এখলাছুর রহমান, মা দিলারা বেগম, বড় বোন সাবিনা বেগম, জুনায়েদ মিয়া, আলী হুসেনসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, সোমা আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিহতের ময়নাতদন্ত পুনরায় করার দাবি জানান এবং দ্রুত মামলা রুজুর আহ্বান জানান।

এর আগে গত ১২ আগস্ট দিরাই পৌর এলাকার চন্ডিপুর গ্রামের গৃহবধূ সোমা আক্তার (২২) গুরুতর অসুস্থ অবস্থায় স্বামী কয়েছ আহমদের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী কয়েছ আহমদ দাবি করেন, তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবার এ দাবি প্রত্যাখ্যান করে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করছে।

ট্যাগ:
জনপ্রিয়

‘বট’ আইডির কুরুচিপূর্ণ লেখালেখি-ছাত্রদল নেতা মুর্শেদের পক্ষে দাঁড়ালেন বিএনপি নেতারা

দিরাইয়ে গৃহবধূ সোমা হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময়: ০৮:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জের দিরাইয়ে গৃহবধূ সোমা আক্তার হত্যার প্রতিবাদে ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও স্থানীয় জনসাধারণ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পৌর সদরের থানা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত সোমার ভগ্নিপতি এখলাছুর রহমান, মা দিলারা বেগম, বড় বোন সাবিনা বেগম, জুনায়েদ মিয়া, আলী হুসেনসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, সোমা আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিহতের ময়নাতদন্ত পুনরায় করার দাবি জানান এবং দ্রুত মামলা রুজুর আহ্বান জানান।

এর আগে গত ১২ আগস্ট দিরাই পৌর এলাকার চন্ডিপুর গ্রামের গৃহবধূ সোমা আক্তার (২২) গুরুতর অসুস্থ অবস্থায় স্বামী কয়েছ আহমদের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী কয়েছ আহমদ দাবি করেন, তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবার এ দাবি প্রত্যাখ্যান করে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করছে।