সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দিনব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ ও সভা করেছেন দিরাই-শাল্লা আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) শাল্লা উপজেলার আটগাও ইউনিয়নের মাহমুদনগর, শর্মা খাশিপুর, উজানগাও, দাসপাড়াসহ বিভিন্ন গ্রাম ও বাজার গুলোতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন তিনি।
বিকেলে আটগাও ইউনিয়নবাসী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শুধু বিএনপি নয়, সমগ্র জাতির মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতান্ত্রিক শাসন, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।
আমরা চাই জনগণের ভোটে জনগণের সরকার গঠিত হোক। এ জন্য মাঠে মাঠে সাধারণ মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে।
দিরাই-শাল্লার মানুষ গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের আন্দোলনে সবসময় এগিয়ে থেকেছে। আমি আপনাদের সঙ্গে থেকে এই অঙ্গীকার বাস্তবায়ন করবো। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এজন্য তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, সারা দেশের তুলনায় দিরাই- শাল্লায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় অনেকটা পিছিয়ে আছে। এই বৈষম্য ঘোচাতে আমাদের রাজনৈতিক বিজয় নিশ্চিত করা জরুরি। আপনারা যদি ধানের শীষকে বিজয়ী করেন, তবে দিরাই-শাল্লার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে যুগান্তকারী উন্নয়ন ঘটানো হবে। আমার লক্ষ্য হলো দিরাই-শাল্লার মানুষের জীবনমান উন্নয়ন করা। এ অঞ্চলকে সমগ্র সুনামগঞ্জের মধ্যে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।
প্রবীণ বিএনপি নেতা রজব আলী মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শিশু মিয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টার, দিরাই পৌর বিএনপি’র আহ্বায়ক মিজানুর রহমান মিজান, দিরাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শোয়েব হাসান, দিরাই পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য বাবুল সরদার, শাল্লা উপজেলা বিএনপির সদস্য আতিকুর রহমান মাষ্টার, তাড়ল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনাছুর রহমান আনাছ, চরনারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আশিক খান, বাহারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদ আহমেদ সাগর, শাল্লা ইউনিয়ন বিএনপির আবু সাইয়িদ, আটগাও ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জালাল মিয়া, শাল্লা উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল আহমেদ দুলাল, আটগাও ইউনিয়ন যুবদলের সভাপতি নয়ন আহমেদ।
এছাড়াও শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, শাল্লা উপজেলা তরুণ দলের আহ্বায়ক নজরুল ইসলাম ও আটগাও ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: 









