সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ ধীরগতিতে চলায় ভোগান্তি বেড়েছে চালক-যাত্রীদের। সরকারি জায়গায় স্থাপনা অপসারণ ও পুনর্বাসন প্রায় শেষ হলেও ব্যক্তি মালিকানাধীন ভূমির অধিকাংশ এখনো অধিগ্রহণ হয়নি।
এ অবস্থায় কাজের গতি ফিরিয়ে আনতে শনিবার (৩০ আগস্ট) দুপুরে মহাসড়কের ওসমানীনগর অংশ পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম।
পরিদর্শনকালে তিনি দ্রুত ভূমি অধিগ্রহণ সম্পন্ন করা এবং সরকারি জায়গা দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এ সময় হাজী মাসহুদ আলী মডেল ফিলিং স্টেশনের জমির সীমানা নির্ধারণ ও পাশের পিউরিয়া কনফেকশনারী দোকান দ্রুত সরকারি জায়গা থেকে সরানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি দয়ামীর ইউনিয়নের চকবাজার ও তাজপুর ইউনিয়নের কাশিখাপন পল্লী বিদ্যুৎ কেন্দ্র এলাকার জমিও দখলমুক্ত রাখার তাগিদ দেন জেলা প্রশাসক।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদিন বলেন,মহাসড়কের কাজ দ্রুত শেষ করতে ভূমি অধিগ্রহণ তরান্বিত করার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মহোদয়। আমরা সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
কালনী ভিউ ডেস্কঃ 









