বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিরাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে তাহির রায়হান চৌধুরী পাবেল-এর নেতৃত্বে একটি বিশাল র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গণমিলনায়তন হলে সমাবেশে মিলিত হয়।
রঙিন ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখরিত র্যালি শেষে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ূম।
এসময় বক্তব্য রাখেন, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, মঞ্জু মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মিলাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া প্রমুখ।
সমাবেশে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, দীর্ঘ ১৭ বছর পর দিরাইয়ে ভয়হীনভাবে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছে। আওয়ামী লীগের দুঃশাসনের সময় দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী পুলিশি হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। আজকের প্রচণ্ড রোদ উপেক্ষা করে আপনাদের বিপুল উপস্থিতি প্রমাণ করে, দিরাই-শাল্লার মানুষ বিএনপিকে আন্তরিকভাবে ভালোবাসেন। আমি ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি শুরু করেছি। বহু চড়াই-উতরাই পেরিয়ে আজ আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি, কেবল আপনাদের সেবা করার জন্যই রাজনীতি করি। অবহেলিত হাওর অঞ্চলের উন্নয়নে বিএনপির কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে দিরাই-শাল্লার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে। তাহলেই দেশনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী হবে। বিএনপি ক্ষমতায় এলে অবহেলিত ভাটি অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
নিজস্ব প্রতিবেদক: 









