লন্ডন ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বাঘ আতঙ্ক! রাত জেগে পাহারায় গ্রামবাসী

সুনামগঞ্জের জগন্নাথপুরের পাটলী ইউনিয়নের সাচানী নন্দীরগাঁও গ্রামে ‘বাঘ’ আতঙ্কে স্থানীয়রা দিশেহারা। কয়েকদিন ধরে এলাকায় বাঘের মতো দেখতে দুটি প্রাণী ঘোরাফেরা করছে বলে দাবি করেছেন গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন তারা।

গত বুধবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় যুবক মাসুম আহমেদ মোবাইলে একটি প্রাণীর ভিডিও ধারণ করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় হইচই পড়ে যায়। ভিডিওতে প্রায় তিন ফুট লম্বা, ডোরাকাটা দাগওয়ালা, লম্বা লেজ ও চিকন মুখের একটি প্রাণী দেখা গেছে।

পাটলী ইউনিয়ন পরিষদের সদস্য আবু সালেক জানান, কয়েকদিন ধরে আমার ওয়ার্ডে বাঘের মতো দুটি প্রাণী ঘুরে বেড়াচ্ছে। আতঙ্কে মানুষ প্রতিরাতে হাতে লাঠি নিয়ে চলাফেরা করছে। যদিও এখনো কোনো ক্ষতি হয়নি।

পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া বলেন, গ্রামে বাঘের মতো একটি প্রাণী রাতে রাস্তায় হাঁটতে দেখা গেছে। এ নিয়ে ইউএনও’র সঙ্গে যোগাযোগ করেছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, বিষয়টি শুনেছি। বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা উদ্ধারের ব্যবস্থা করবেন।

সুনামগঞ্জ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম জানান, এ ব্যাপারে সরাসরি কেউ আমাদের জানায়নি। তবে খবর নিয়ে প্রাণী উদ্ধারের চেষ্টা করা হবে।

ট্যাগ:
জনপ্রিয়

সুনামগঞ্জে বাঘ আতঙ্ক! রাত জেগে পাহারায় গ্রামবাসী

প্রকাশের সময়: ০৯:০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুরের পাটলী ইউনিয়নের সাচানী নন্দীরগাঁও গ্রামে ‘বাঘ’ আতঙ্কে স্থানীয়রা দিশেহারা। কয়েকদিন ধরে এলাকায় বাঘের মতো দেখতে দুটি প্রাণী ঘোরাফেরা করছে বলে দাবি করেছেন গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন তারা।

গত বুধবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় যুবক মাসুম আহমেদ মোবাইলে একটি প্রাণীর ভিডিও ধারণ করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় হইচই পড়ে যায়। ভিডিওতে প্রায় তিন ফুট লম্বা, ডোরাকাটা দাগওয়ালা, লম্বা লেজ ও চিকন মুখের একটি প্রাণী দেখা গেছে।

পাটলী ইউনিয়ন পরিষদের সদস্য আবু সালেক জানান, কয়েকদিন ধরে আমার ওয়ার্ডে বাঘের মতো দুটি প্রাণী ঘুরে বেড়াচ্ছে। আতঙ্কে মানুষ প্রতিরাতে হাতে লাঠি নিয়ে চলাফেরা করছে। যদিও এখনো কোনো ক্ষতি হয়নি।

পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া বলেন, গ্রামে বাঘের মতো একটি প্রাণী রাতে রাস্তায় হাঁটতে দেখা গেছে। এ নিয়ে ইউএনও’র সঙ্গে যোগাযোগ করেছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, বিষয়টি শুনেছি। বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা উদ্ধারের ব্যবস্থা করবেন।

সুনামগঞ্জ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম জানান, এ ব্যাপারে সরাসরি কেউ আমাদের জানায়নি। তবে খবর নিয়ে প্রাণী উদ্ধারের চেষ্টা করা হবে।