হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠলো সিলেট। রোববার বিকেল ৫টা ১১ মিনিট ১৭ সেকেন্ডে দিকে এই ভূমিকম্প অনূভূত হয়।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩১ কিলোমিটার দূরে ভূটানে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটি গৌহাটির ৮৩ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সমতলের ৩৫ কিলোমিটার গভীরে।
ইএমএসসির তথ্য মতে, এটির কারণে ভারত-বাংলাদেশের পাশাপাশি কেঁপেছে নেপাল, ভুটান, মিয়ানমার ও চীন।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব আহমদ বলেন, ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সিলেটে মাঝারি ধরণের কম্পন হয়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সরেজমিন দেখা গেছে, ভূমিকম্প চলাকালে সিলেটে হালকা বৃষ্টি হচ্ছিল। এরমধ্যেও কম্পন অনুভূত হওয়ায় লোকজন মার্কেট, শপিংমল ও বাসাবাড়ি থেকে বের হতে শুরু করেন। অনেকে ভূমিকম্পের অনুভূতি পাননি। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর মিলেনি।
কালনী ভিউ ডেস্কঃ 









