সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া দেড় বছরের শিশু তানহার লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর রবিবার (১২ অক্টোবর) সকালে পৌরসভার মজলিশপুর গ্রামের পাশে চামটি নদী থেকে তার লাশ ভেসে ওঠে।
নিহত তানহা শাল্লা উপজেলার সিমার কান্দা গ্রামের রহিবুল মিয়ার কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে দিরাই পৌর শহরের বাজার ব্রিজ নৌকা ঘাট এলাকা থেকে আজমিরীগঞ্জগামী একটি যাত্রীবাহী নৌকায় ওঠেন তানহার পরিবার। মায়ের পাশে বসা অবস্থায় জানালা দিয়ে বাইরে তাকাতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে যায় শিশু তানহা। মুহূর্তেই নদীর স্রোতে তলিয়ে গেলে মায়ের আহাজারিতে নৌকায় ও আশপাশে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে, তবে সেদিন সন্ধ্যা পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
রবিবার সকালে স্থানীয়রা মজলিশপুর গ্রামের পাশে নদীতে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, শনিবার নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিবেদক: 









