সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্ব্বাকান্দা গ্রাম পরিদর্শন করেছেন। শুক্রবার সকালে তিনি গ্রামে পৌঁছালে এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে তাঁকে বরণ করে নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া গ্রামের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং স্থানীয় মসজিদে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে কবরস্থান, গ্রামীণ রাস্তা, গার্ডওয়াল, মাদ্রাসা ও মসজিদসহ এলাকার সার্বিক উন্নয়নের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বুরহান উদ্দিন এবং বিএনপি নেতা মো. জিয়াউর রহমান জিয়া।
গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন মো. দারগা আলী, মো. বেলায়েত হোসেন, মো. মুর্তুজ আলী, আলী আকবর, মো. আদম আলী, মাওলানা বশির আহমদ, মেম্বার সাইদুল ইসলাম, মো. আব্দুল বারিক, ননি দেবনাথ, মাওলানা ওয়াকিব মিয়া, মো. নুর আলম, মো. আব্দুর নুর ও মো. জসিম উদ্দিন প্রমুখ।
পরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া মৌখলা ও শ্যামনগর গ্রামের বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করেন এবং স্থানীয় পাথারিয়া বাজার পরিদর্শন করেন।
কালনী ভিউ ডেস্কঃ 









