লন্ডন ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুকে শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সিলেট জেলা জাসাসের

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সিলেট জেলা জাসাসের কিছু নেতা–কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী আচরণ করছেন এবং একই দলের অন্য প্রার্থীর বিরুদ্ধে অশালীন মন্তব্য বা স্ট্যাটাস দিচ্ছেন। এ ধরনের বক্তব্য ও আচরণ শুধু ব্যক্তিগত শিষ্টাচারবিরোধী নয়, বরং সংগঠনের ভাবমূর্তি ও ঐক্য বিনষ্ট করে।

এ প্রসঙ্গে সিলেট জেলা জাসাস দৃঢ়ভাবে জানায়, দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে অথবা অপর প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, মন্তব্য কিংবা উস্কানিমূলক কোনো পোস্ট/শেয়ার/মন্তব্য করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সংগঠনটি সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বলেছে, *“দলের স্বার্থ সবার উপরে। ভদ্রতা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। ফেসবুকসহ যেকোনো মাধ্যমে বিভ্রান্তিকর বা উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন।”*

সকল নেতা-কর্মীর প্রতি আহ্বান জানানো হয়েছে—দলীয় ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে দায়িত্বশীল আচরণ করতে এবং সংগঠনের নীতিমালা অনুসরণ করতে।

সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান সাক্ষরিত প্যাডের মাধ্যমে উপরোক্ত বিবৃতি আজ গণমাধ্যমে পাঠানো হয়েছে।

ট্যাগ:
জনপ্রিয়

‘বট’ আইডির কুরুচিপূর্ণ লেখালেখি-ছাত্রদল নেতা মুর্শেদের পক্ষে দাঁড়ালেন বিএনপি নেতারা

ফেসবুকে শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সিলেট জেলা জাসাসের

প্রকাশের সময়: ০৯:১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সিলেট জেলা জাসাসের কিছু নেতা–কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী আচরণ করছেন এবং একই দলের অন্য প্রার্থীর বিরুদ্ধে অশালীন মন্তব্য বা স্ট্যাটাস দিচ্ছেন। এ ধরনের বক্তব্য ও আচরণ শুধু ব্যক্তিগত শিষ্টাচারবিরোধী নয়, বরং সংগঠনের ভাবমূর্তি ও ঐক্য বিনষ্ট করে।

এ প্রসঙ্গে সিলেট জেলা জাসাস দৃঢ়ভাবে জানায়, দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে অথবা অপর প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, মন্তব্য কিংবা উস্কানিমূলক কোনো পোস্ট/শেয়ার/মন্তব্য করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সংগঠনটি সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বলেছে, *“দলের স্বার্থ সবার উপরে। ভদ্রতা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। ফেসবুকসহ যেকোনো মাধ্যমে বিভ্রান্তিকর বা উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন।”*

সকল নেতা-কর্মীর প্রতি আহ্বান জানানো হয়েছে—দলীয় ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে দায়িত্বশীল আচরণ করতে এবং সংগঠনের নীতিমালা অনুসরণ করতে।

সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান সাক্ষরিত প্যাডের মাধ্যমে উপরোক্ত বিবৃতি আজ গণমাধ্যমে পাঠানো হয়েছে।