লন্ডন ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দিরাইয়ে সরকারি শিক্ষকদের দশম গ্রেড প্রদানসহ তিন দফা দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের অমানবিক ও বর্বরোচিত আচরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে দিরাই থানা পয়েন্টে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

সহকারী শিক্ষক সজিত মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক গুলজার হোসেন মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক রুহুল আমিন, নরত্তোম রায়, মোমেনা সিদ্দিকা, সানোয়ার হোসেন ইমন, আলিমুল হক, আবু হেনা চৌধুরী, বকুল রায়, বাবলু সরকার ও অনিরুদ্ধ রায় প্রমুখ।

বক্তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন করে যাচ্ছি। কিন্তু পুলিশ যেভাবে শিক্ষক সমাজের ওপর হামলা চালিয়েছে, তা চরম মানবাধিকার লঙ্ঘনের সামিল। শিক্ষককে লাঠিপেটা করা মানে জাতিকে অপমান করা।

তারা অবিলম্বে পুলিশি নির্যাতনের ঘটনার বিচার দাবি করেন এবং সরকারি শিক্ষকদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশের সময়: ১২:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

দিরাইয়ে সরকারি শিক্ষকদের দশম গ্রেড প্রদানসহ তিন দফা দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের অমানবিক ও বর্বরোচিত আচরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে দিরাই থানা পয়েন্টে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

সহকারী শিক্ষক সজিত মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক গুলজার হোসেন মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক রুহুল আমিন, নরত্তোম রায়, মোমেনা সিদ্দিকা, সানোয়ার হোসেন ইমন, আলিমুল হক, আবু হেনা চৌধুরী, বকুল রায়, বাবলু সরকার ও অনিরুদ্ধ রায় প্রমুখ।

বক্তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন করে যাচ্ছি। কিন্তু পুলিশ যেভাবে শিক্ষক সমাজের ওপর হামলা চালিয়েছে, তা চরম মানবাধিকার লঙ্ঘনের সামিল। শিক্ষককে লাঠিপেটা করা মানে জাতিকে অপমান করা।

তারা অবিলম্বে পুলিশি নির্যাতনের ঘটনার বিচার দাবি করেন এবং সরকারি শিক্ষকদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।