লন্ডন ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল যুবকের

সিলেটের ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পল্লব রায় নামে ওষুধ কোম্পানীর এক কর্মচারি প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সিলেট-মৌলভীবাজার সড়কে উপজেলার কর্মধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পল্লব রায় (৪৫) সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলহা গ্রামের মৃত অবনী রায়ের ছেলে। তিনি নগরের কালিবাড়ি হাওলাদারপাড়ার বাসিন্দা ও এরি‌স্টোফার্মা কোম্পা‌নির বিক্রয়কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বে‌পো‌রোয়া গ‌তির একটি মোটরসাইকেল ঘটনাস্থলের অদূরে পালবা‌ড়ি থে‌কে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কর্মধা এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় পল্লব রায় রাস্তা পারাপারকালে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উপ‌জেলা হাসপাতা‌লে নি‌য়ে গেলে কর্তব্য রত চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রা‌ফি ও মোহন না‌মে দুইজন আহত হন। তাদেরকে হাসপাতা‌লে আনা হয়। পরে তাদেরকে সি‌লেট ওসমানী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে স্থানান্তর করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ওষুধ কোম্পানীর বিক্রয়কর্মী নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরাও ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:
জনপ্রিয়

‘বট’ আইডির কুরুচিপূর্ণ লেখালেখি-ছাত্রদল নেতা মুর্শেদের পক্ষে দাঁড়ালেন বিএনপি নেতারা

সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল যুবকের

প্রকাশের সময়: ০২:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

সিলেটের ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পল্লব রায় নামে ওষুধ কোম্পানীর এক কর্মচারি প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সিলেট-মৌলভীবাজার সড়কে উপজেলার কর্মধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পল্লব রায় (৪৫) সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলহা গ্রামের মৃত অবনী রায়ের ছেলে। তিনি নগরের কালিবাড়ি হাওলাদারপাড়ার বাসিন্দা ও এরি‌স্টোফার্মা কোম্পা‌নির বিক্রয়কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বে‌পো‌রোয়া গ‌তির একটি মোটরসাইকেল ঘটনাস্থলের অদূরে পালবা‌ড়ি থে‌কে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কর্মধা এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় পল্লব রায় রাস্তা পারাপারকালে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উপ‌জেলা হাসপাতা‌লে নি‌য়ে গেলে কর্তব্য রত চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রা‌ফি ও মোহন না‌মে দুইজন আহত হন। তাদেরকে হাসপাতা‌লে আনা হয়। পরে তাদেরকে সি‌লেট ওসমানী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে স্থানান্তর করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ওষুধ কোম্পানীর বিক্রয়কর্মী নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরাও ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।