লন্ডন ০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

সুনামগঞ্জের ছাতকে বাজারে ভূমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও সূত্রে জানা যায়, সিদ্ধারচর গ্রামের পাশে ইসলামগঞ্জ নামে একটি বাজার স্থাপনের উদ্যোগ নিয়েছে এলাকাবাসী। এই বাজারের ভূমি নিয়ে সিদ্ধারচর গ্রামের আব্দুল হকের সঙ্গে বাজার কমিটির মামলা চলছে। গতকাল মঙ্গলবার বাজারের জমি মাপজোঁক করা হয়। সে সময় নানশ্রী গ্রামের চান্দ আলীর সঙ্গে আব্দুল হকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ইসলামগঞ্জ বাজারের কিছু জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বের জের ধরে গতকাল দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তার জের ধরে আজকে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। পরে তারা ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগ:
জনপ্রিয়

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

প্রকাশের সময়: ০৯:১৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

সুনামগঞ্জের ছাতকে বাজারে ভূমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও সূত্রে জানা যায়, সিদ্ধারচর গ্রামের পাশে ইসলামগঞ্জ নামে একটি বাজার স্থাপনের উদ্যোগ নিয়েছে এলাকাবাসী। এই বাজারের ভূমি নিয়ে সিদ্ধারচর গ্রামের আব্দুল হকের সঙ্গে বাজার কমিটির মামলা চলছে। গতকাল মঙ্গলবার বাজারের জমি মাপজোঁক করা হয়। সে সময় নানশ্রী গ্রামের চান্দ আলীর সঙ্গে আব্দুল হকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ইসলামগঞ্জ বাজারের কিছু জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বের জের ধরে গতকাল দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তার জের ধরে আজকে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। পরে তারা ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।