লন্ডন ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আগাম বন্যা রোধে নির্ধারিত সময়ের মধ্যেই বাঁধের কাজ শেষ করতে হবে- ইউএনও সনজীব সরকার

দিরাই উপজেলা হাওর রক্ষা বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সনজীব সরকার বলেছেন, আগাম বন্যা থেকে হাওরের একমাত্র ফসল বোরো ধান রক্ষা করতে নির্ধারিত সময়ের মধ্যেই হাওর রক্ষা বাঁধের সব কাজ শেষ করতে হবে। এ কাজে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা সহ্য করা হবে না।

তিনি বলেন, বিগত বছরগুলোতে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে হাওর এলাকায় একাধিকবার আগাম বন্যার সৃষ্টি হয়েছে। ফলে সময়ের আগেই ধান তলিয়ে গিয়ে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার শুরু থেকেই বাঁধের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর জোর দেওয়া হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলার বরাম হাওরে একটি হাওর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ইউএনও সনজীব সরকার আরও বলেন, সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে হাওর রক্ষা বাঁধের কাজ শুরু করে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করার নির্দেশনা রয়েছে। ইতোমধ্যে কয়েকটি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। যারা পিআইসি হয়েছেন বা হবেন, তাদের দায়িত্বশীল ও স্বচ্ছভাবে কাজ করতে হবে, যাতে কৃষকরা নির্বিঘ্নে ধান ঘরে তুলতে পারেন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাঁধ নির্মাণে কোনো অনিয়ম, সময়ক্ষেপণ বা দায়িত্বহীনতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দিরাই শাখার উপ-সহকারী প্রকৌশলী আবদুল কাইয়ুমসহ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দিরাই পাউবো অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে হাওর রক্ষায় মোট ১০১টি প্রকল্পের প্রস্তাব জেলা কমিটির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে কয়েকটি প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে এবং বাকি প্রকল্পগুলো অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ হলে আগাম বন্যার হাত থেকে  ফসল রক্ষা করা সম্ভব হবে। তারা সংশ্লিষ্টদের তদারকি ও কাজের মান বজায় রাখার দাবি জানান।

ট্যাগ:
জনপ্রিয়

আগাম বন্যা রোধে নির্ধারিত সময়ের মধ্যেই বাঁধের কাজ শেষ করতে হবে- ইউএনও সনজীব সরকার

আগাম বন্যা রোধে নির্ধারিত সময়ের মধ্যেই বাঁধের কাজ শেষ করতে হবে- ইউএনও সনজীব সরকার

প্রকাশের সময়: ০৭:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

দিরাই উপজেলা হাওর রক্ষা বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সনজীব সরকার বলেছেন, আগাম বন্যা থেকে হাওরের একমাত্র ফসল বোরো ধান রক্ষা করতে নির্ধারিত সময়ের মধ্যেই হাওর রক্ষা বাঁধের সব কাজ শেষ করতে হবে। এ কাজে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা সহ্য করা হবে না।

তিনি বলেন, বিগত বছরগুলোতে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে হাওর এলাকায় একাধিকবার আগাম বন্যার সৃষ্টি হয়েছে। ফলে সময়ের আগেই ধান তলিয়ে গিয়ে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার শুরু থেকেই বাঁধের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর জোর দেওয়া হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলার বরাম হাওরে একটি হাওর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ইউএনও সনজীব সরকার আরও বলেন, সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে হাওর রক্ষা বাঁধের কাজ শুরু করে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করার নির্দেশনা রয়েছে। ইতোমধ্যে কয়েকটি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। যারা পিআইসি হয়েছেন বা হবেন, তাদের দায়িত্বশীল ও স্বচ্ছভাবে কাজ করতে হবে, যাতে কৃষকরা নির্বিঘ্নে ধান ঘরে তুলতে পারেন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাঁধ নির্মাণে কোনো অনিয়ম, সময়ক্ষেপণ বা দায়িত্বহীনতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দিরাই শাখার উপ-সহকারী প্রকৌশলী আবদুল কাইয়ুমসহ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দিরাই পাউবো অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে হাওর রক্ষায় মোট ১০১টি প্রকল্পের প্রস্তাব জেলা কমিটির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে কয়েকটি প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে এবং বাকি প্রকল্পগুলো অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ হলে আগাম বন্যার হাত থেকে  ফসল রক্ষা করা সম্ভব হবে। তারা সংশ্লিষ্টদের তদারকি ও কাজের মান বজায় রাখার দাবি জানান।