লন্ডন ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির ২ কেন্দ্রীয় নেতা মিলন-মিজানের মনোনয়ন সংগ্রহ

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে একই আসনে বিএনপির আরেক কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী দীর্ঘদিন ধরেই এ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তবে এবারে তার পরিবর্তে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি।

দলের সিদ্ধান্ত উপেক্ষা করেই মিজানুর রহমান চৌধুরীর পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মিজানুর রহমান চৌধুরীর পক্ষে বিএনপি নেতা আলতাব হোসেন, জয়নাল আবেদীন মহি, সৈয়দ মনসুর আহমদসহ তার ঘনিষ্ঠ নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মিজানুর রহমান চৌধুরীর মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।

এ বিষয়ে মিজানুর রহমান চৌধুরী মোবাইল ফোনে বলেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আমার পক্ষে নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ট্যাগ:
জনপ্রিয়

‘বট’ আইডির কুরুচিপূর্ণ লেখালেখি-ছাত্রদল নেতা মুর্শেদের পক্ষে দাঁড়ালেন বিএনপি নেতারা

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির ২ কেন্দ্রীয় নেতা মিলন-মিজানের মনোনয়ন সংগ্রহ

প্রকাশের সময়: ০২:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে একই আসনে বিএনপির আরেক কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী দীর্ঘদিন ধরেই এ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তবে এবারে তার পরিবর্তে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি।

দলের সিদ্ধান্ত উপেক্ষা করেই মিজানুর রহমান চৌধুরীর পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মিজানুর রহমান চৌধুরীর পক্ষে বিএনপি নেতা আলতাব হোসেন, জয়নাল আবেদীন মহি, সৈয়দ মনসুর আহমদসহ তার ঘনিষ্ঠ নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মিজানুর রহমান চৌধুরীর মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।

এ বিষয়ে মিজানুর রহমান চৌধুরী মোবাইল ফোনে বলেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আমার পক্ষে নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।