সিলটে বিভাগের ১৯টি আসনে মোট ১৪৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরমধ্যে সিলেট জেলা ৬ টি আসনে ৪৭ জন, মৌলভীবাজারে ৪টি আসনে ৩১ জন, হবিগঞ্জের ৪ আসনে ২৯ জন ও সুনামগঞ্জের ৫ টি আসনে ১৩৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষদিনে স্ব স্ব জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।
সিলেট: সিলেটের ৬ টি আসনে ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।সিলেটের ছয়টি আসন থেকে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও সোমবার শেষ দিনে মনোনয়ন দাখিল করেন ৪৭ জন প্রার্থী।সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১০ জন প্রার্থী এবং তারা সবাই মনোনয়ন দাখিল করেছেন।মনোনয়ন দাখিলকারীরা হলেন- বিএনপি খন্দকার আব্দুল মুক্তাদির, জামায়াতের মাওলানা হাবীবুর রহমান, এনসিপির এহতেশাম হক, সিপিবির আনোয়ার হোসেন সুমন, বাস (মার্কসবাদী) সঞ্জয় দাস, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া, গণঅধিকার পরিষদের আকমল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান।সিলেট-২ আসনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন। তারা হলেন- বিএনপির প্রার্থী তাহসীনা রুশদীর লুনা, তার ছেলে স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াস, খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাসীর আলী, গণফোরামের প্রার্থী মুজিবুল হক, জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী, জামায়াত ইসলামীর প্রার্থী মো. আব্দুল হান্নান, গণ অধিকার পরিষদের জামান আহমদ সিদ্দিকী, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আমীর উদ্দিন ও স্বতন্ত্র মোহাম্মদ আব্দুস শহিদ।সিলেট-৩ আসনে ১১ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন প্রার্থী। তারা হলেন বিএনপির এমএ মালিক, জামায়াতের মাওলানা লোকমান আহমদ, এনসিপির নুরুল হুদা জুনেদ, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, খেলাফত মজলিসের দেলওয়ার হোসাইন, ইসলামী আন্দোলনের রেদুয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র মোস্তাকিম রাজা চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মোসলেহ উদ্দিন রাজু ও স্বতন্ত্র মইনুল বাকের। সিলেট-৪ আসনে ৮ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৭ জন। তারা হলেন বিএনপির আরিফুল হক চৌধুরী, জামায়াতের জয়নাল আবেদিন, এনসিপির রাশেদ উল আলম, গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম, খেলাফতের আলী হাসান, ইসলামী আন্দোলনের মাওলানা সাঈদ আহমদ ও জাতীয় পার্টি মুজিবুর রহমান।সিলেট-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৬ জন। তারা হলেন বিএনপি সমর্থিত জমিয়ত ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুক, জামায়াত ইসলামের হাফিজ মো. আনওহার হোসাইন খান, স্বতন্ত্র মামুনুর রশীদ, বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন, খেলাফত মজলিসের মো. আবুল হাসানন ও জাতীয় পার্টির সাইফুদ্দিন খালেদ।সিলেট-৬ আসনে ৯ জন মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। তারা হলেন বিএনপির এমরান আহমদ চৌধুরী ও ফয়সল আহমদ চৌধুরী, জাময়োতের মোহাম্মদ সেলিম উদ্দিন, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান, স্বতন্ত্র ফখরুল ইসলাম ও জাতীয় পার্টির মো. আব্দুন নুর। সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, মনোনয়ন দাখিলের শেষদিনে মোট ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও এর আগে ছয়টি আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন।
সুনামগঞ্জ: সোমবার সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে বিএনপি, বিএনপির বিদ্রোহী, জামায়াত ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস ও স্বতন্ত্রসহ মোট ৩৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।সম্ভাব্য প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম দাখিল করেন।
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সহ সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সাবেক উপজেলা চেয়ারম্যান সম্পাদক কামরুজ্জামান কামরুল, জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ খান, ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. রফিকুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মুজাম্মিল হক তালুকদার।সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাড. তাহির রায়হান চৌধুরী পাভেল, জামায়াত ইসলামের প্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমদ, সিপিবির প্রার্থী নিরঞ্জন দাস (খোকন) ও স্বতন্ত্র প্রার্থী ঋতেষ দেব।সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সদস্য কয়ছর এম আহমদ, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, জামায়াতের প্রার্থী অ্যাড. ইয়াসীন খান, খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অ্যাড. শাহীনুর পাশা চৌধুরী, এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম, এনসিপির প্রার্থী মাসুদুর রহমান, ইহছাক আমিনী, গণঅধিকার প্রার্থী পারভেজ আহমদ, স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ তুষার ও হোসাইন আহমদ মিশেল।
মৌলভীবাজার: মৌলভীবাজারের ৪টি আসনে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা মৌলভীবাজারের ৪টি আসনে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র জমামৌলভীবাজার জেলার ৪টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের ৩১ প্রার্থী। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মহসিন মিয়া মধু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচনি এলাকা জুড়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। এতে দুই বিএনপি প্রার্থীর মাঝে ভোট যুদ্ধ জমে ওঠার আভাস মিলছে।তাদের মধ্যে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নাসির উদ্দিন আহমদ মিঠু, জামায়াতের আমিনুল ইসলাম, তাদের শরিক দল খেলাফত মজলিসের লোকমান আহমদ, গণঅধিকার পরিষদের মো. আব্দুন নূর তালুকদার, এছাড়া স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, জাতীয় পার্টির আহমদ রিয়াজ ও গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম।মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির শওকতুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাহেদ আলী, ১০ দলীয় জোটের ইসলামী আন্দোলনের আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, জাতীয় পার্টির মো. আব্দুল মালিক, স্বতন্ত্র নওয়াব আলী আব্বাছ খাঁন, এম জিমিউর রহমান চৌধুরী, মো. ফজলুল হক খান।মৌলভীবাজার-৩ ( সদর-রাজনগর) আসনে বিএনপির নাসের রহমান, তাঁর স্ত্রী স্বতন্ত্র প্রাথী রেজিনা নাসের, বাংলাদেশ খেলাফত মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, জামায়াতের আব্দুল মান্নান, খেলাফত মজলিস’র আহমদ বিলাল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত, মো. ইলিয়াছসহ ৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির হাজী মুজিবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া, বিএনপি পরিচয়ে মুঈদ আশিক চিশতী, জালাল উদ্দিন আহমদ জিপু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল রব, ১০ দলীয় জোট এনসিপির প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিস’র নূরে আলম হামিদী, সমাজতান্ত্রিক দল (বাসদ) আবুল হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন। নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন। হিজরা রয়েছেন ৮ জন। সোমবার ২৯ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত মনোনয়োন পত্র জমা দিয়েছেন ৩১ জন।
হবিগঞ্জ: হবিগঞ্জের ৪টি সংসদীয় আসনে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতক দল ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন।মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন সোমবার বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জেলার ৪টি আসনে মোট ২৯ জন এমপি প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন।হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী মোঃ শাহ জাহান আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা, জাতীয় সমাজ তান্ত্রিকদল বাসদ এর প্রার্থী কাজী তোফায়েল আহমেদ।হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) মোট ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল বাছিত আজাদ, স্বতস্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিকদল বাসদ এর প্রার্থী লুকমান আহমদে তালুকদার, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মোক্তাদির চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী নোমান আহমদ সাদিক।হবিগঞ্জ-৩ (সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই) আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগাঠনিক সম্পাদক জি কে গউছ, জামায়াতে ইসলামির প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মহিব উদ্দিন আহমেদ সোহেল, গণ অধিকার পরিষদের প্রার্থী চৌধুরী আশরাফুল বারি নোমান, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শাহিনুর রহমান, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী এসএম সরওয়ার।হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ফয়সল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ সাজন, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন, এবি পার্টির প্রার্থী মোকাম্মেল হোসেন, খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহ মোঃ আল আমিন, জাতীয় সমাজ তান্ত্রিকদল বাসদ এর প্রার্থী মুজিবুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রাশেদুল ইসলাম খোকন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রেজাউল মোস্তাফা।
হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার আনোয়ার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
কালনী ভিউ ডেস্কঃ 

















