লন্ডন ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিত করল বিমান

ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ হচ্ছে। রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকবে। উড়োজাহাজের স্বল্পতা এবং আসন্ন হজ কার্যক্রমের জন্য বাড়তি ফ্লাইটের প্রয়োজনীয়তা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বিদ্যমান উড়োজাহাজগুলোর দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং পুরো নেটওয়ার্ক জুড়ে বিমানের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতেই ম্যানচেস্টার রুটে ফ্লাইট কমানোর এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ম্যানচেস্টার রুটের যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেশ কিছু বিকল্প প্রস্তাব দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী যাত্রীরা ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমানের বিকল্প ফ্লাইটে যাতায়াত করতে পারবেন। এছাড়া যাত্রীদের প্রয়োজন অনুযায়ী ফ্লাইটের তারিখ পরিবর্তনের সুযোগ থাকছে।এদিকে যারা ভ্রমণ করতে ইচ্ছুক নন, তারা বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী টিকিটের মূল্য বা রিফান্ড ফেরত পাবেন।

এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের বিমানের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, কল সেন্টার (১৩৬৩৬) অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে রাষ্ট্রীয় এই সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ে পুনরায় ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

ট্যাগ:
জনপ্রিয়

‘বট’ আইডির কুরুচিপূর্ণ লেখালেখি-ছাত্রদল নেতা মুর্শেদের পক্ষে দাঁড়ালেন বিএনপি নেতারা

ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিত করল বিমান

প্রকাশের সময়: ০৩:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ হচ্ছে। রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকবে। উড়োজাহাজের স্বল্পতা এবং আসন্ন হজ কার্যক্রমের জন্য বাড়তি ফ্লাইটের প্রয়োজনীয়তা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বিদ্যমান উড়োজাহাজগুলোর দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং পুরো নেটওয়ার্ক জুড়ে বিমানের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতেই ম্যানচেস্টার রুটে ফ্লাইট কমানোর এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ম্যানচেস্টার রুটের যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেশ কিছু বিকল্প প্রস্তাব দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী যাত্রীরা ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমানের বিকল্প ফ্লাইটে যাতায়াত করতে পারবেন। এছাড়া যাত্রীদের প্রয়োজন অনুযায়ী ফ্লাইটের তারিখ পরিবর্তনের সুযোগ থাকছে।এদিকে যারা ভ্রমণ করতে ইচ্ছুক নন, তারা বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী টিকিটের মূল্য বা রিফান্ড ফেরত পাবেন।

এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের বিমানের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, কল সেন্টার (১৩৬৩৬) অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে রাষ্ট্রীয় এই সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ে পুনরায় ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।