সিলেট বিভাগে গত ডিসেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় ভয়াবহ চিত্র উঠে এসেছে। এক মাসে ৩৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৭ জন এবং আহত হয়েছেন আরও ৬১ জন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১৬ জন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন, যা ক্রমবর্ধমান ঝুঁকির দিকেই ইঙ্গিত করছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বর মাসে নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহীর সংখ্যাই সর্বাধিক।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে হবিগঞ্জ জেলায়। সেখানে ১২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন ৩০ জন। সিলেট জেলায় ৯টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২৬ জন আহত হন।
এ ছাড়া সুনামগঞ্জ জেলায় পাঁচটি দুর্ঘটনায় পাঁচজন নিহত ও তিনজন আহত হন। মৌলভীবাজার জেলায় সাতটি দুর্ঘটনায় নিহত হয়েছেন নয়জন এবং আহত হয়েছেন দুজন।
নিসচার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মোট ৩৭ জন নিহতের মধ্যে ৩০ জন পুরুষ, চারজন নারী এবং তিনজন শিশু। এই পরিসংখ্যান সড়কে সাধারণ মানুষের, বিশেষ করে শিশু ও পরিবারের সদস্যদের ঝুঁকিপূর্ণ অবস্থান তুলে ধরে।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানান, জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করেই এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগের মাস নভেম্বরেও সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনার চিত্র ছিল উদ্বেগজনক। ওই মাসে ২৬টি দুর্ঘটনায় নিহত হন ২৫ জন এবং আহত হন ৬৬ জন। ধারাবাহিক এই প্রাণহানি সড়ক নিরাপত্তা জোরদারের দাবি আরও জোরালো করে তুলছে।
কালনী ভিউ ডেস্কঃ 

















