অনৈতিক সর্ম্পকের জেরে স্ত্রীকে খুন করেছেন স্বামী। সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে অভিযুক্ত পলাতক।
নিহত আনোয়ারা বেগম ঐ গ্রামের অভিযুক্ত সমির মল্লিকের স্ত্রী। তার বাবার বাড়ি মাগুরা সদরের আলোকদিয়া গ্রামে।
পুলিশ জানায়, আনোয়রা বেগমের সঙ্গে সমিরের চাচাতো ভাই তানভীর মল্লিকের অনৈতিক সর্ম্পক ছিল। রোববার দুপুরে সমির নিজ ঘরে তার স্ত্রী আনোয়ারা ও চাচাতো ভাই তানভীরকে একত্রে অনৈতিক কর্মকাণ্ড করা অবস্থায় দেখে ফেলে। এ সময় তানভীর দৌড়ে পালিয়ে যায়।
ঐ ঘটনা নিয়ে বিকেলের দিকে সমির ও আনোয়ারার মধ্যে বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে সমির আনোয়ারাকে বেধড়ক মারধর করেন। মারধরে আনোয়ারা অচেতন হয়ে পড়লে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। পুলিশ ময়না তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তবে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালনী ভিউ ডেস্কঃ 









