‘সাদাকে সাদা আর কালোকে কালো’ বলার দৃঢ় প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে ১১ সদস্য বিশিষ্ট দিরাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
দৈনিক ইনকিলাবের দিরাই উপজেলা সংবাদদাতা মুহাম্মদ আব্দুল বাছির সরদারকে সভাপতি ও দৈনিক ইত্তেফাকের দিরাই সংবাদদাতা মুজাহিদ সর্দার তালহাকে সাধারণ সম্পাদক করে রোববার দিরাই পৌর শহরের একটি হোটেলের কনফারেন্স হলে এক জরুরি সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
এক বছর মেয়াদি কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি রুহুল আমিন (দৈনিক খবর ও ডেইলি নিউনেশন), সহ-সাধারণ সম্পাদক জুবের সরদার দিগন্ত (ওপেন বাংলা), মোঃ বদরুজ্জামান বদরুল (দৈনিক জাগ্রত সিলেট), কোষাধ্যক্ষ সালমান মিয়া (দৈনিক সময়ের আলো), দপ্তর সম্পাদক মুক্তার হোসেন (দৈনিক যায়যায়দিন), প্রচার সম্পাদক এসএম উমেদ আলী (ভোরের আওয়াজ), আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান পাবেল (অগ্নিশিখা), নির্বাহী সদস্য সুজন মিয়া (জাগ্রত সিলেট) ইফতেখার মোঃ নাবিল চৌধুরী (জৈন্তা বার্তা)।
কালনী ভিউ 









