লন্ডন ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন

  • কালনী ভিউ
  • প্রকাশের সময়: ০৫:৫৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • ৬২২

দিরাইয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে চাপতির হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মাহমুদুর রহমান খোন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, পাউবো‍‍ দিরাই শাখা প্রধান উপ-সহকারী প্রকৌশলী এটিএম মোনায়েম হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা,স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এসময় কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মাহমুদুর রহমান খোন্দকার বলেন, নীতিমালা অনুযায়ী গণশুনানির মাধ্যমে এলাকার প্রকৃত কৃষক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের কমিটি গঠন করা হয়েছে। সকল পিআইসিকে সরকারের বেঁধে দেয়া সময়ে বাঁধের কাজ শেষ করতে হবে। কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাউবো সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলায় ১০৭ টির অধিক পিআইসির মাধ্যমে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামতের কাজ করা হবে।

ট্যাগ:

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ জেপির ইন্তেকাল

দিরাইয়ে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন

প্রকাশের সময়: ০৫:৫৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

দিরাইয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে চাপতির হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মাহমুদুর রহমান খোন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, পাউবো‍‍ দিরাই শাখা প্রধান উপ-সহকারী প্রকৌশলী এটিএম মোনায়েম হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা,স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এসময় কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মাহমুদুর রহমান খোন্দকার বলেন, নীতিমালা অনুযায়ী গণশুনানির মাধ্যমে এলাকার প্রকৃত কৃষক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের কমিটি গঠন করা হয়েছে। সকল পিআইসিকে সরকারের বেঁধে দেয়া সময়ে বাঁধের কাজ শেষ করতে হবে। কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাউবো সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলায় ১০৭ টির অধিক পিআইসির মাধ্যমে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামতের কাজ করা হবে।