লন্ডন ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঋণের চাপে সাবেক ইউপি চেয়ারম্যানের ‘আত্মহত্যা’

  • কালনী ভিউ
  • প্রকাশের সময়: ০৭:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • ৬৬২

দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রাজানগর গ্রামের বাসিন্দা সৌম্য চৌধুরী (৫৫) বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

রোববার (৪ জুন) সকালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় অবস্থানকালে সৌম্য চৌধুরী বিষপান করেন।

গত দুইদিন আগে সৌম্য চৌধুরী নিজের ফেসবুক আইডিতে দাদন ব্যবসায়ীদের কারণে তিনি নিঃস্ব হয়েছেন বলে জানান এবং তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।

পরিবার সূত্রে জানা যায়, পাওনাদারদের চাপে বেশ কিছুদিন যাবত তিনি আত্মগোপনে রয়েছেন, ঋণ পরিশোধ করতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন।

জানা যায়, সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী স্থানীয় দাদন ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা বিভিন্ন সময়ে ঋণ নেন। সেই ঋণ তিনি ঠিকমতো পরিশোধ করতে না পারায় কিছুদিন আগে আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকাকালীন সময়ে কমলগঞ্জে তিনি বিষপানে আত্মহত্যা করেন।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সৌম্য চৌধুরী বিষপান করে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে।

ট্যাগ:
জনপ্রিয়

ঋণের চাপে সাবেক ইউপি চেয়ারম্যানের ‘আত্মহত্যা’

প্রকাশের সময়: ০৭:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩

দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রাজানগর গ্রামের বাসিন্দা সৌম্য চৌধুরী (৫৫) বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

রোববার (৪ জুন) সকালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় অবস্থানকালে সৌম্য চৌধুরী বিষপান করেন।

গত দুইদিন আগে সৌম্য চৌধুরী নিজের ফেসবুক আইডিতে দাদন ব্যবসায়ীদের কারণে তিনি নিঃস্ব হয়েছেন বলে জানান এবং তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।

পরিবার সূত্রে জানা যায়, পাওনাদারদের চাপে বেশ কিছুদিন যাবত তিনি আত্মগোপনে রয়েছেন, ঋণ পরিশোধ করতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন।

জানা যায়, সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী স্থানীয় দাদন ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা বিভিন্ন সময়ে ঋণ নেন। সেই ঋণ তিনি ঠিকমতো পরিশোধ করতে না পারায় কিছুদিন আগে আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকাকালীন সময়ে কমলগঞ্জে তিনি বিষপানে আত্মহত্যা করেন।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সৌম্য চৌধুরী বিষপান করে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে।