রাজধানীতে গলায় লিচুর বিচি আটকে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম অনিক, সে বাকপ্রতিবন্ধী।
মঙ্গলবার বেলা ১২টার দিকে হাজারীবাগ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
অনিকের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী উপজেলার উদার হাটে। তার বাবার নাম মো. সাঈদের ছেলে।
শিশুটির মা মোসা. পারভিন আক্তার জানান, হাজারীবাগ গজমহল পুরাতন থানার পাশে শিশুটি তার মাসহ নানা আব্দুর রউফের ভাড়া বাসায় থাকতো। তার বাবা অনেক আগেই তাদের ছেড়ে অন্যত্র চলে যায়। শিশুটি কথা বলতে পারতো না।
শিশুটির মামা মো. রাকিব জানান, শিশুটির নানা আব্দুর রউফ লিচু এনেছিলেন। লিচু খাওয়ার সময়ে বিচিসহ গিলে ফেললে তার গলায় আটকে যায়। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।