সিলেটের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দিরাই উপজেলার নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৭ জুন) রাতে দিরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে নিহতদের পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকা করে সহায়তা তুলে দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।
এর আগে বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমায় বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষে ১৪ জন নির্মাণ শ্রমিক নিহত হন এবং ১০ জনের মতো আহত হন। নিহতের মধ্যে ৯ জনের বাড়ি দিরাই উপজেলায়।
কালনী ভিউ 









