দিরাইয়ে দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ ও সাবেক ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরীর মৃত্যুরহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্টে ভাটি উন্নয়ন সংস্থার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভাটি উন্নয়ন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম’র সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী মোসলেহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দিরাই সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম তালুকদার, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা দিরাই শাখার সভাপতি মুজিবুর রহমান, কবি মিজানুর রহমান, ভাটি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, দিরাই প্রেসক্লাবের নির্বাহী সদস্য ইমরান হোসাইন, সাবেক পৌর কাউন্সিলর জয়নুল হক চৌধুরী, দিরাই অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, যুবনেতা মহি উদ্দিন মিলাদ,দিরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ, যুবনেতা সুমন মিয়া প্রমুখ। মানববন্ধনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।