দিরাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মালেক (৬০) নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল মালেক উপজেলার চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার জয়পুর গ্রামের পাশ্বর্বর্তী হাওরে মাছ শিকার করতে যান আব্দুল মালেকসহ আরও কয়েকজন। শনিবার ভোরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
দিরাই থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
কালনী ভিউ 
















