শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রথীন্দ্র দাসের স্ত্রী দুর্লভ রানী দাস (৩০) এর মরদেহ হাওর থেকে উদ্ধার করা হয়েছে।
সুনামগঞ্জের শাল্লায় গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় শাল্লা ব্রিজ সংলগ্ন বাহাড়া রোডে ব্রিজে উঠার সময় পাকা সড়কে স্রোতের টানে দুই সন্তানসহ দুর্লভ রানী দাস দাঁড়াইন নদীতে নিখোঁজ হয়ে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশের টিম অনেক খোঁজাখুঁজির করে প্রায় ১৫ ঘন্টা পর মাউতি বিলের পূর্ব পারে প্রত্যক্ষদর্শীদের চোখে পড়ার সাথে সাথেই পুলিশকে খবর দেওয়া হয়। তারপর পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকেরা গিয়ে মরদেহ উদ্ধার করে। দুই সন্তান এখনও নিখোঁজ রয়েছে।
মরদেহ উদ্ধারের পর শাল্লা থানার এসআই জসিম উদ্দিন সুরতহাল রিপোর্ট তৈরির কাজ শুরু করছেন।
শাল্লা সংবাদদাতাঃ 









