দিরাই পৌরসভার ২০২৩-২৪ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরে দিরাই দোওজস্থ পৌর ভবনের কনফারেন্স হলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব ৪৭ কোটি ৭৬ হাজার ৯১৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
এসময় পৌর মেয়র গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ঘোষিত বাজেট থেকে জানা যায়, ২০২৩-২৪ অর্থ-বছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে ড্রেন নির্মাণ খাতে। এছাড়া রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৩ লক্ষ ৮০ হাজার টাকা, ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫০ লক্ষ ৩৫ হাজার টাকা, রাজস্ব উদ্বৃত্ত ধরা হয়েছে ১৩ লক্ষ ৪৫ হাজার টাকা। উন্নয়ন বরাদ্দ ধরা হয়েছে ৪৩ কোটি ৫০ লক্ষ ৪১ হাজার ৯১৪ টাকা, ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৪৫ লক্ষ টাকা। সার্বিক বাজেট উদ্বৃত্ত ৫ লক্ষ ৪১ হাজার ৯১৪ টাকা।
এসময় উপস্থিত ছিলেন, দিরাই পৌরসভার প্যানেল মেয়র লিটন রায়, কাউন্সিলর এবিএম মাছুম প্রদীপ, রেজাউল করিম, আশরাফ আহমদ, রবীন্দ্র বৈষ্ণব, পংকজ পুরকায়স্থ, আবুল কাশেম, লিয়াকত মিয়া, জুয়েল মিয়া তালুকদার, মিনতি রাণী দাস, হেলেনা বেগমসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত, ১৯৯৯ খ্রিস্টাব্দে দিরাই উপজেলা সদরের ১৭টি গ্রাম নিয়ে হাওর পাড়ে অবস্থিত দিরাই পৌরসভার যাত্রা শুরু হয়। ২০০১ খ্রিস্টাব্দে পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।