৫ দশমিক ২ মাত্রার মাঝারি এক ভূমিকম্প অনুভূত হয়েছে দক্ষিণ এশিয়ার চার দেশ বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও ভূটানে।
সোমবার (১৪ আগস্ট) এই ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি থেকে ৪৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়-ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।