লন্ডন ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দিরাইয়ে চুরি করতে গিয়ে নিরাপত্তাকর্মীর হাতে চোর আটক

  • কালনী ভিউ
  • প্রকাশের সময়: ০৯:৩৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • ৫৬৩

দিরাই পৌর শহরের প্রাণকেন্দ্র থানা পয়েন্ট এলাকায় অবস্থিত জালাল সিটি সেন্টারের নিরাপত্তাকর্মীরা জীবন দাস নামের এক পেশাদার চোরকে আটক করেছেন।

মঙ্গলবার ভোর ৪ টার দিকে জালাল সিটি সেন্টারের নীচতলায় একটি দোকানের তালা ভাঙ্গতে গেলে তাকে আটক করা হয়।

জীবন দাস সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শরীফপুর গ্রামের পরেশ দাসের পুত্র।

জালাল সিটি সেন্টার ও দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে সেন্টারের নীচতলায় একটি দোকানের তালা ভাঙ্গার চেষ্টা করে জীবন দাস। এ সময় অফিস সহকারি ও নিরাপত্তাকর্মীদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

দিরাই থানা পুলিশ জীবন দাসকে আটক করে শাল্লা থানায় যোগাযোগ করলে তার নামে সেখানে একাধিক চুরির মামলা রয়েছে বলে সূত্র জানায়। পরে তাকে মঙ্গলবার ১৫১ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

ট্যাগ:

দিরাইয়ে চুরি করতে গিয়ে নিরাপত্তাকর্মীর হাতে চোর আটক

প্রকাশের সময়: ০৯:৩৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

দিরাই পৌর শহরের প্রাণকেন্দ্র থানা পয়েন্ট এলাকায় অবস্থিত জালাল সিটি সেন্টারের নিরাপত্তাকর্মীরা জীবন দাস নামের এক পেশাদার চোরকে আটক করেছেন।

মঙ্গলবার ভোর ৪ টার দিকে জালাল সিটি সেন্টারের নীচতলায় একটি দোকানের তালা ভাঙ্গতে গেলে তাকে আটক করা হয়।

জীবন দাস সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শরীফপুর গ্রামের পরেশ দাসের পুত্র।

জালাল সিটি সেন্টার ও দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে সেন্টারের নীচতলায় একটি দোকানের তালা ভাঙ্গার চেষ্টা করে জীবন দাস। এ সময় অফিস সহকারি ও নিরাপত্তাকর্মীদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

দিরাই থানা পুলিশ জীবন দাসকে আটক করে শাল্লা থানায় যোগাযোগ করলে তার নামে সেখানে একাধিক চুরির মামলা রয়েছে বলে সূত্র জানায়। পরে তাকে মঙ্গলবার ১৫১ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।