শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দূর্জয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাইয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে জন্মদিন উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা, প্রশ্ন-উত্তর পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইয়াসিন আরাফাত, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, পরিতোষ রায়, আলী আহমদ, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহা, উপজেলা তথ্য কর্মকর্তা পারমিতা দাস সুইটি, দিরাই থানার এসআই রাজু প্রমুখ।