লন্ডন ০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১ গুলিবিদ্ধসহ আহত ২০

দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুলাল মিয়া (৩৭) নামের ১ জন নিহত ও উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পুকিডর গ্রামে একই গ্রামের লন্ডন প্রবাসী আরজু খান ও তার চাচাতো ভাই হোসেন খানের পক্ষের লোকজনের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের সূত্রে জানা যায়, গ্রামের লন্ডন প্রবাসী আরজু খান ও তার চাচাতো ভাই হোসেন খানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। বিভিন্ন সময়ে হামলা-মামলারও ঘটনা ঘটেছে। এরই জের ধরে বুধবার সকাল ১১ টার দিকে দু’পক্ষ সংঘর্ষে জড়ালে হোসেন খানের পক্ষের লোকজনের বন্দুকের গুলিতে আরজু খানের পক্ষের আলিমুদ্দিনের ছেলে দুলাল খান (৩৭) ঘটনাস্থলেই নিহত হয়। সংঘর্ষে অন্তত আরও ২০ জন আহত হয়েছেন ।

আহতদের মধ্যে আলিমুদ্দিনের ছেলে গোল আহমদ (৪৫) ও মিলাদ খান (২০), আব্দুল মনাফের ছেলে রূপ উদ্দিন (৪২) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে প্রেরণ করেছে।

ট্যাগ:

দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১ গুলিবিদ্ধসহ আহত ২০

প্রকাশের সময়: ০৬:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুলাল মিয়া (৩৭) নামের ১ জন নিহত ও উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পুকিডর গ্রামে একই গ্রামের লন্ডন প্রবাসী আরজু খান ও তার চাচাতো ভাই হোসেন খানের পক্ষের লোকজনের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের সূত্রে জানা যায়, গ্রামের লন্ডন প্রবাসী আরজু খান ও তার চাচাতো ভাই হোসেন খানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। বিভিন্ন সময়ে হামলা-মামলারও ঘটনা ঘটেছে। এরই জের ধরে বুধবার সকাল ১১ টার দিকে দু’পক্ষ সংঘর্ষে জড়ালে হোসেন খানের পক্ষের লোকজনের বন্দুকের গুলিতে আরজু খানের পক্ষের আলিমুদ্দিনের ছেলে দুলাল খান (৩৭) ঘটনাস্থলেই নিহত হয়। সংঘর্ষে অন্তত আরও ২০ জন আহত হয়েছেন ।

আহতদের মধ্যে আলিমুদ্দিনের ছেলে গোল আহমদ (৪৫) ও মিলাদ খান (২০), আব্দুল মনাফের ছেলে রূপ উদ্দিন (৪২) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে প্রেরণ করেছে।