দিরাইয়ে পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় পুলিশের অভিযানে দুটি পাইপগান, ৫টি কার্তুজের খোসা, ২ টি কিরিছ, ১টি হকিস্টিক, ঢাল, ভাঙ্গা ইট ও বোতলসহ দেশীয় অস্ত্র উদ্ধার ও সংঘর্ষে সম্পৃক্ত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে দিরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে দিরাই থানা পুলিশের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাজী মোক্তাদির হোসেন জানান, গত ২৫ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামের মৃত হাজী শুকুর খানের ছেলে লন্ডন প্রবাসী আরজু খান ও চাচতো ভাই মৃত মামদ খানের ছেলে হোসেন খান সাজু’র মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ও গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আলিমুদ্দিন খানের ছেলে দুলাল খান (৩৭) গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন উভয়পক্ষের অন্তত ২০ জন। এ ঘটনায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান, ৩ টি ব্যবহৃত কার্তুতের খোসা, ২টি কিরিজ উদ্ধার ও ২ জনকে আটক করা হয়। আটককতৃরা হলেন পুকিডর গ্রামের মৃত ময়না খা’র ছেলে সাবাজ খা (৪০) ও জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মুক্তার মিয়ার ছেলে জানু মিয়া (২৮)।
অপরদিকে গত ২৪ অক্টোবর উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের সংঘর্ষে ১ টি দেশীয় তৈরি পাইপগান ও ২ টি ব্যবহৃত কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, ওসি তদন্ত আকরাম হোসেন প্রমুখ।