‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
বুধবার দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল যুব সমাবেশ, যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও আনুষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন।
উপজেলা গণমিলনায়তন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন মিয়া চৌধুরী, এডভোকেট রিপা সিনহা, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় প্রমুখ।