লন্ডন ০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দিরাইয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে শিক্ষক বরখাস্ত

  • কালনী ভিউ
  • প্রকাশের সময়: ০৭:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ৭০১

দিরাই উপজেলার শ্যামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত সহকারী শিক্ষক কল্যাণ দে’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া বলেন, বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর অভিভাবক সহকারি শিক্ষক কল্যাণ দে’র বিরুদ্ধে তাদের শিশুদের যৌন হয়রানি করার লিখিত অভিযোগ দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুতফা রানী দাস বরাবরে। তিনি বিষয়টি আমাকে জানালে আমি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্যারকে অবহিত করি স্যারের নির্দেশনা অনুযায়ী আমি সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি, এরই পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে ভুক্তভোগীদের অভিভাবক যৌন হয়রানির অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে একাধিক ছাত্রীসহ অভিভাবকরা ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের আরও অভিযোগ আনেন। পরে অভিভাবক ও শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন।

ট্যাগ:
লেখক সম্পর্কে

জনপ্রিয়

দিরাইয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে শিক্ষক বরখাস্ত

প্রকাশের সময়: ০৭:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

দিরাই উপজেলার শ্যামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত সহকারী শিক্ষক কল্যাণ দে’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া বলেন, বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর অভিভাবক সহকারি শিক্ষক কল্যাণ দে’র বিরুদ্ধে তাদের শিশুদের যৌন হয়রানি করার লিখিত অভিযোগ দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুতফা রানী দাস বরাবরে। তিনি বিষয়টি আমাকে জানালে আমি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্যারকে অবহিত করি স্যারের নির্দেশনা অনুযায়ী আমি সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি, এরই পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে ভুক্তভোগীদের অভিভাবক যৌন হয়রানির অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে একাধিক ছাত্রীসহ অভিভাবকরা ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের আরও অভিযোগ আনেন। পরে অভিভাবক ও শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন।