সুনামগঞ্জ আদালতে জিপি, পিপি, এডিশনাল পিপি ও এপিপি নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের থেকে এক আদেশে সরকারি এই আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়।
জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন দিরাই পৌরসভার রাজাপুর এলাকার বাসিন্দা এডভোকেট মো. ওবায়দুর রহমান চৌধুরী মিশু। স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দেওয়া ওবায়দুর রহমান চৌধুরী মিশু দিরাই পৌর ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি বর্তমানে দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।