লন্ডন ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত পরিবর্তন করা হবে: দিরাইয়ে উপদেষ্টা

  • কালনী ভিউ
  • প্রকাশের সময়: ০৮:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ৫৪৫

ন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণ-শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, পিছিয়ে পড়া হাওর অঞ্চলের শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত পরিবর্তন করার লক্ষ্যে কাজ করছে সরকার। শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত পরিবর্তন করা হবে। বিদ্যালয় ভবন এবং বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে। শিক্ষক সংকটও দূর করতে সরকার চেষ্টা করে যাচ্ছে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার আনোয়ারপুরে অবস্থিত বাংলাদেশ ফিমেল একাডেমিতে হাওর অঞ্চলে প্রাথমিক শিক্ষার উন্নয়ন বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা ও শিক্ষকরা চাকুরী বিধি অনুযায়ী সরাসরি রাজনীতি করতে পারেন না। একারণে তাদেরকে ১০ মাসের একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগে শিক্ষক নিয়োগ ও বদলিতে নানান অভিযোগ ছিল ডিজিটাল পদ্ধতিতে বদলি পদায়ন হয়। নতুন বছরের জানুয়ারি মাসের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। বইয়ের সংস্করণ হচ্ছে ষষ্ঠ থেকে উপরের ক্লাসের পাঠ্য বইয়ে। প্রাথমিক পর্যায়ে তেমন পরিবর্তন হবে না।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রমাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন, একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জামিল চৌধুরীসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এর আগে উপদেষ্টা দূর্গম এলাকার একটি বিদ্যালয় পরিদর্শন করেন।

ট্যাগ:
জনপ্রিয়

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত পরিবর্তন করা হবে: দিরাইয়ে উপদেষ্টা

প্রকাশের সময়: ০৮:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

ন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণ-শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, পিছিয়ে পড়া হাওর অঞ্চলের শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত পরিবর্তন করার লক্ষ্যে কাজ করছে সরকার। শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত পরিবর্তন করা হবে। বিদ্যালয় ভবন এবং বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে। শিক্ষক সংকটও দূর করতে সরকার চেষ্টা করে যাচ্ছে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার আনোয়ারপুরে অবস্থিত বাংলাদেশ ফিমেল একাডেমিতে হাওর অঞ্চলে প্রাথমিক শিক্ষার উন্নয়ন বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা ও শিক্ষকরা চাকুরী বিধি অনুযায়ী সরাসরি রাজনীতি করতে পারেন না। একারণে তাদেরকে ১০ মাসের একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগে শিক্ষক নিয়োগ ও বদলিতে নানান অভিযোগ ছিল ডিজিটাল পদ্ধতিতে বদলি পদায়ন হয়। নতুন বছরের জানুয়ারি মাসের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। বইয়ের সংস্করণ হচ্ছে ষষ্ঠ থেকে উপরের ক্লাসের পাঠ্য বইয়ে। প্রাথমিক পর্যায়ে তেমন পরিবর্তন হবে না।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রমাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন, একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জামিল চৌধুরীসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এর আগে উপদেষ্টা দূর্গম এলাকার একটি বিদ্যালয় পরিদর্শন করেন।