সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে দলটির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা, এবং আনন্দ শোভাযাত্রা।
উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান বক্তা অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল বলেন, ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে রাজনীতির মাঠ থেকে সরানো যাবে না। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি শেখ মো. জাহির আলী আহ্বায়ক কমিটির ব্যর্থতার সমালোচনা করে নতুন নেতৃত্বে দলের পুনর্গঠনের দাবি জানান। দিনব্যাপী আয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং জাতীয় পার্টির ঐতিহ্য ও ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখেন।