সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন পেয়েছে। গত ৩০ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্মসচিব) মো. আমিনুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য নিশ্চিত করা হয়। শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়।
স্মারকে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২ (১৫) অনুযায়ী স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে এবং পরিষদের উপর অর্পিত ক্ষমতার ভিত্তিতে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২ (৪) ও ৮ অনুযায়ী পরিষদের চেয়ারম্যান এ কমিটি অনুমোদন দেন।
নবগঠিত এডহক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক সৌমিত্রি রায় তাপস, সাবেক ক্রিকেটার ও সংগঠক অ্যাডভোকেট এনাম আহমেদ, ক্রীড়া ব্যক্তিত্ব দেওয়ান জয়নুল জাকেরীন, ছাত্র প্রতিনিধি ইমনদ্দোজা আহমেদ, ক্রীড়া সাংবাদিক সোহানুর রহমান সোহান এবং জেলা ক্রীড়া কর্মকর্তা।
স্মারকের অনুলিপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, সিলেট বিভাগীয় কমিশনার, যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।