লন্ডন ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শুরু হলো সিলেট রেঞ্জ পুলিশ আন্তঃচ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট

সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে শুরু হয়েছে ছয় দিনব্যাপী সিলেট রেঞ্জ পুলিশ আন্তঃচ্যাম্পিয়নশিপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।

সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার উপস্থিত সকল ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। এরপর তিনি সিলেট রেঞ্জের অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে পরিচিত হন এবং টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সিলেট রেঞ্জের বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা।

এই টুর্নামেন্টে সিলেট রেঞ্জের পাঁচটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সুনামগঞ্জ জেলা পুলিশ টিম এবং হবিগঞ্জ জেলা পুলিশ টিম।

ট্যাগ:
জনপ্রিয়

শুরু হলো সিলেট রেঞ্জ পুলিশ আন্তঃচ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশের সময়: ০৭:৩৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে শুরু হয়েছে ছয় দিনব্যাপী সিলেট রেঞ্জ পুলিশ আন্তঃচ্যাম্পিয়নশিপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।

সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার উপস্থিত সকল ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। এরপর তিনি সিলেট রেঞ্জের অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে পরিচিত হন এবং টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সিলেট রেঞ্জের বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা।

এই টুর্নামেন্টে সিলেট রেঞ্জের পাঁচটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সুনামগঞ্জ জেলা পুলিশ টিম এবং হবিগঞ্জ জেলা পুলিশ টিম।