পর্তুগালে নতুন করে কঠোর অভিবাসন শর্ত আরোপ করায় বিপাকে পড়েছেন দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা।
পর্তুগালের অভিবাসন অধিদপ্তর (আইমা) সম্প্রতি বসবাস অনুমোদন বা রেসিডেন্ট কার্ড নবায়নের জন্য কঠোর প্রমাণপত্র ও আয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাসকারী অভিবাসীরা রেসিডেন্ট কার্ড নবায়নে সমস্যায় ছিলেন। যদিও গত জুন মাসে আইমা নবায়নের সুযোগ দেয়, তবু এখনো অভিবাসীদের কাছ থেকে বাড়ির মূল মালিকের ঘোষণাপত্রসহ বসবাসের প্রমাণপত্র চাওয়া হচ্ছে।
শুধু তাই নয়, অভিবাসীদের আয়ের বিস্তারিত তথ্যও জমা দিতে বলা হয়েছে। তারা যে পেশায় যুক্ত আছেন তার প্রমাণ এবং পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আয়ের হিসাব উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
জনৈক প্রবাসী বাংলাদেশি বলেন, আমি প্রায় ছয় বছর ধরে পর্তুগালে আছি। স্থানীয় মিনিসিপ্যালিটি থেকে ঠিকানার প্রমাণপত্র দিয়েই প্রথম রেসিডেন্ট কার্ড পেয়েছিলাম এবং নবায়নও করেছি। কিন্তু বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী বাসার মালিকরা আর প্রত্যয়নপত্র দিতে চাইছেন না। এতে আমরা মারাত্মক অনিশ্চয়তায় পড়েছি।
এদিকে, গত ৩০ সেপ্টেম্বর দেশটির সংসদে নতুন অভিবাসন আইন অনুমোদন দেওয়া হয়েছে, যাতে পারিবারিক পুনর্মিলনসহ নানা বিষয়ে কঠোর শর্ত আরোপ করা হয়েছে। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইনটি কার্যকর হবে।
এর আগে থেকেই আইমা নিজস্ব ক্ষমতায় অভিবাসন সংক্রান্ত নানা বিধিনিষেধ কার্যকর করেছে, যা বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের জীবনে বড় প্রভাব ফেলছে। ফলে মেয়াদোত্তীর্ণ রেসিডেন্ট কার্ড নবায়ন নিয়ে এখন অনিশ্চয়তায় রয়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশি।
কালনী ভিউ ডেস্কঃ 
















