সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চরনারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ব্রজেন্দ্রগঞ্জ হাইস্কুল মাঠে এ আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিরাই-শাল্লা আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য আজীবন কাজ করেছেন। তিনি বলেন, দিরাই-শাল্লা তার কাছে নিজের বাড়ির মতোই আপন, এবং মানুষের ভালোবাসাই তাকে রাজনীতিতে সক্রিয় রেখেছে। তিনি আরও উল্লেখ করেন, নিজের শেষ রাজনৈতিক যাত্রায় তিনি দিরাই-শাল্লার মানুষের সহযোগিতা ও আস্থা কামনা করেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, মানুষের জীবনমান ও নাগরিক সুবিধার বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তার মতে, অতীতে নানা কারণে দিরাই-শাল্লাবাসীর প্রত্যাশা পূরণ সম্ভব না হলেও এবারের নির্বাচনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ ভূমিকা স্বপ্ন পূরণের পথ তৈরি করতে পারে।
বৈঠকে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, শাল্লা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আওয়াল, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফারুক সরদার, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী মিশু, চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, সাবেক চেয়ারম্যান রতি কান্ত দাসসহ দলীয় নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদকঃ 

















