সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তিন কোটি দুই লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (২১ ডিসেম্বর) ৪৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকার বিছনাকান্দি, কালাইরাগ, লাফার্জ, কালাসাদেক, শ্রীপুর, প্রতাপপুর, নোয়াকোট, সোনারহাট, দমদমিয়া, বাংলাবাজার এবং উৎমা বিওপিতে একাধিক অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, বিভিন্ন ধরনের কাপড়, গরু, চিনি, ফুচকা, জিরা, কিসমিস এবং বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, শিং মাছ এবং মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া চোরাচালান কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।
জব্দ করা চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য তিন কোটি দুই লাখ সাত হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এই অভিযানের ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”
বিজিবির এই অভিযান চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কালনী ভিউ ডেস্ক : 









