একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন দিরাই পৌর সদরের মজলিসপুর গ্রামের বাসিন্দা মমতা দেবী (২৭)।
সদ্যোজাত ৪ শিশুর মধ্যে ২ জন ছেলে ও ২ জন মেয়ে। ৪ সন্তান সুস্থভাবে জন্ম নেওয়ায় খুশি মা–বাবা। শুক্রবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ৪ সন্তানের জন্ম দেন মমতা।
মমতা দেবী সুনামগঞ্জ জেলার দিরাই পৌর সদরের মজলিশপুর গ্রামের সত্যরঞ্জন দেবনাথের (৩৩) স্ত্রী।
জানা যায়, সত্যরঞ্জন দেবনাথ দিরাই বাজারে একটি কাপড়ের দোকানে চাকরি করেন। বাড়িতে তার মা, ৩ বোন ও ১ ভাই রয়েছেন। মমতার সঙ্গে তার বিয়ে হয় ২০১৬ সালে। তাদের ৫ বছরের ১টি মেয়ে রয়েছে।
কালনী ভিউ ডেস্কঃ 









