লন্ডন ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাকে হেনস্তাকারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে হেনস্তাকারীদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে বিজিবির সদরদপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রোববার কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সংখ্যক দুস্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে। যে দুস্কৃতিকারীরা তাকে হেনস্তা করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।

পরে বিজিবি দিবস ২০২৪ উপলক্ষে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উল্লেখ্য, গতকাল রোববার দুপুরের দিকে ওই মুক্তিযোদ্ধার নিজ এলাকা চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। রাতে তাঁর জুতার মালা পরা ও এলাকায় ত্যাগ করার নির্দেশ দেওয়ার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে ।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আবুল হাসেম নামের এক ব্যক্তির নেতৃত্বে অহিদ, রাসেল, পলাশসহ ১০-১২ জন আওয়ামী লীগ আমলে তাদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা পরিয়ে তাঁকে এলাকা এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন। এ সময় তিনি জুতার মালা সরিয়ে আর এলাকায় আসবেন না বলেও জানান।

 

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে ফুটপাত দখলে হাঁসফাঁস জনজীবনঃ উচ্ছেদেও মিলছে না সমাধান

মুক্তিযোদ্ধাকে হেনস্তাকারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময়: ০৭:২১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

 

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে হেনস্তাকারীদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে বিজিবির সদরদপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রোববার কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সংখ্যক দুস্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে। যে দুস্কৃতিকারীরা তাকে হেনস্তা করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।

পরে বিজিবি দিবস ২০২৪ উপলক্ষে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উল্লেখ্য, গতকাল রোববার দুপুরের দিকে ওই মুক্তিযোদ্ধার নিজ এলাকা চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। রাতে তাঁর জুতার মালা পরা ও এলাকায় ত্যাগ করার নির্দেশ দেওয়ার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে ।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আবুল হাসেম নামের এক ব্যক্তির নেতৃত্বে অহিদ, রাসেল, পলাশসহ ১০-১২ জন আওয়ামী লীগ আমলে তাদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা পরিয়ে তাঁকে এলাকা এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন। এ সময় তিনি জুতার মালা সরিয়ে আর এলাকায় আসবেন না বলেও জানান।